বাচ্চা খায় না, পাগলামি করে?
প্রশ্নঃ
আমার ৩বছরের বাচ্চা সারাক্ষণ চেচামেচি করতে থাকে,,, খাবারদাবার কিছুই খায়না,,, ভাত খাবে বলে মোবাইল নিয়ে বসে কিন্তু হা করে মোবাইল দেখতে থাকে ভাত গিলেনা,,, ১ঘন্টা পার হলেও ১নেলা ভাত সে খায়না,,, আচমকা দোকানের খাবার চেয়ে বসে যা সঙ্গে সঙ্গে এনে দিতে হবে না দিলে ২-৩ঘন্টাতেও কান্না থামেনা,, বাচ্চার চোখে একবিন্দুও ঘুম নেই,,, রাত ২-৩টা উঠে যায় আর ঘুমায়না,,, সকাল না হতেই বাহিরে বের হতে চায়,,, অস্বাভাবিক খানাদানা খেতেই চায়না,,, কোনো কথা শুনেনা বুজতেও চায়না৷ যে দেখে সে এই কথা বলে আমার বাচ্চার মতো এমন জিদি আর কোনো বাচ্চা করে না,, একলা একলা এখানে সেখানে চলে যায় খুজে পাওয়া যায়না। ৩টা বড় সমস্যা রাতে ৩-৪ঘন্টার পর সে আর ঘুমায়না,,, বাসায় তৈরী করা ভাত লুডুস খেতে চায়না,,, ১০-১৫দিন পর একবার পায়খানা করে,,, সারাক্ষণ কান্নাকাটি করতে থাকে, অতিরিক্ত জিদি রাগি।
অস্বাভাবিক অবস্থা আমার বাচ্চার। কি করবো বুজতেছিনা,, কোনো ডাক্তার বা কবিরাজ এই চিকিৎসা ভালো করতে পারবে???
উত্তরঃ
আমার ভুল হতে পারে, কিন্তু লক্ষণ থেকে মনে হচ্ছে আপনার বাচ্চা মানসিক রোগে ভুগছে যার নামে 'এ ডি এইচ ডি'। ২য় খারাপ খবর হল, খুব সম্ভবত আপনিই এই অসুখ ঘটিয়েছেন। ঘন ঘন শর্করা জাতীয় খাবার (ভাত, নুডুলস, ফল, ফলের রস, চিনির পানীয় ইত্যাদি সেই দলের খাবার) খাবার খাওয়ালে, শিশুদের ইনসুলিন রেসিস্ট্যান্স হয় (যা ডায়বেটিস রোগের জন্ম দিতে পারে) এবং এই অবস্থায় তাদের মস্তিষ্ক শক্তি উৎপাদনের জন্য চিনি ব্যাবহার করতে পারে না, যদিও দেহে চিনি থাকে মাত্রাতিরিক্ত। সমাধানের জন্য নিচের কাজ গুলো করা যেতে পারেঃ
১। ঘন ঘন খেতে না দেয়া (৩ বেলার বাইরে পানি ছাড়া কিছুই খেতে না দেয়া)
২। খাবার থেকে শর্করা বাদ দেয়া (পেট ভরে চর্বিযুক্ত মাংশ, তৈলাক্ত মাছ এবং কুসুম সহ ডিম খেতে দেয়া)
৩। উদ্ভিজ্জ্য তেল খাওয়া বন্ধ করা এবং পরিবর্তে গরু/ছাগলের চর্বি বা ঘি দিয়ে রান্না করা
৪। শাক-সবজি খাওয়ানো বন্ধ করা বা অতি সামান্য খাওয়ানো।
৫। খাবারে লবণ বেশি করে দেয়া (যেন সুস্বাদু হয় এবং আলুনা না হয়)
৬। পনির কিনে বাড়িতে রাখা যেন হঠাৎ কিছু খেতে চাইলে, সেটা দেয়া যায়
এই অভ্যাস করলে, মাস তিনেকের মধ্যে অবস্থার যথেষ্ট উন্নতি হবে আশা করা যায়।