ডিমেন্সিয়া ও আলঝাইমার্স
আমেরিকায় একটি সমীক্ষা সম্পাদন করা হয়েছিল এবং সেখান থেকে জানা যায় যে সাধারণ মানুষ ডিমেন্সিয়া এবং বিশেষ করে আলঝেইমার্স রোগ কে ক্যান্সার রোগ থেকেও বেশি ভয় করে। আর করবেই না বা কেন; জীবিত থেকেও যদি আপনি আপনার আপনজন কাউকে চিনতে না পারেন বা আপনার বোধ বুদ্ধি লোপ পায়, তাহলে তেমন বেঁচে থাকা আসলেই কিন্তু মৃত্যুর থেকেও কঠিন। ডিমেন্সিয়া রোগীদের দেখাশোনা করাও আপনজনদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাড়ায়। তাই এই অসুখ কে প্রতিরোধ করার চেষ্টা করা আমাদের সকলের জন্যই অত্যাবশ্যক।